২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২৭/০৪/২০২২ তারিখ বুধবার সকাল ১০:০০ টা থেকে ১৫/০৫/২০২২ তারিখ রবিবার দুপুর ০২:০০টা পর্যন্ত On line এ আবেদন করা যাবে এবং ১৭/০৫/২০২২ তারিখ মঙ্গলবার বিকাল ০৪:০০টা পর্যন্ত শুধুমাত্র সােনালী ব্যাংকে সােনালী সেবার মাধ্যমে ফি জমা দেয়া যাবে। পরীক্ষার্থী নিজেই www.nu.ac.bd ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে Pay slip ডাউনলােড করতে পারবে। Pay slip-এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১০০০০০১৩৫ উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে এবং প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সােনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। পত্রকোড যথাযথ ভাবে পূরণ করতে হবে।
উল্লেখ্য, ফলাফল পুনঃনিরীক্ষণ/নম্বর যাচাই ফি প্রতিপত্র ৮০০/- (আটশত) টাকা।
বিঃ দ্রঃ আবেদনের সময় সঠিক ভাবে মােবাইল নম্বর প্রদান করলে ব্যাংক কর্তৃক সফলভাবে টাকা জমাদানের SMS Check Status Option-এ গিয়ে আবেদনের Payment Status দেখা যাবে।
বিস্তারিত দেখুন নিচেঃ
Download (Image 1)
0 Comments
Post a Comment