তিতাস গ্যাস ট্রান্সমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। 08 এপ্রিল 2022 তারিখে www.titasgas.org.bd ওয়েবসাইটে মোট ০৩ টি চাকরির বিজ্ঞপ্তি একসাথে প্রকাশিত হয়েছে। ২২০ টি শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগামি 08 মে 2022 তারিখ হতে অনলাইনে আবেদন করতে পারবেন। তিতাস গ্যাসে চাকরি করতে আগ্রহী সকল প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে আহ্বান করা যাচ্ছে। কিভাবে আবেদন ফরম পূরণ করবেন? নিয়োগ পরীক্ষার সময়সূচী কিভাবে জানবেন? চলুন বিস্তারিত জেনে নেই তিতাস গ্যাস জব সার্কুলার ২০২২-এর আলোকে।
তিতাস গ্যাস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড হলো বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ডিস্ট্রিবিউটর। এটি সাধারণত রাজধানী ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এবং ময়মনসিংহ অঞ্চলে গ্যাস ডিস্ট্রিবিউট করে থাকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পেট্রোবাংলার আন্ডারে তিতাস গ্যাস কোম্পানি তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।
যে সকল প্রার্থীগণ তিতাস গ্যাস এ চাকরি করতে আগ্রহী তাদের জন্য সুখবর! এই কোম্পানিতে ২৬ টি পদে মোট ২২০ জন লোক নিয়োগ দেওয়া হবে।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী |
---|
১ম তিতাস গ্যাস নিয়োগ বিজ্ঞপ্তি 2022 এ উল্লিখিত শূন্যপদ সমূহ০১. পদের নাম: চিকিৎসা সহকারী ০২. পদের নাম: অফিস সহকারী ০৩. পদের নাম: ভান্ডার রক্ষক ০৪. পদের নাম: আইন সহকারী ০৫. পদের নাম: রেকর্ড কিপার ০৬. পদের নাম: ডেসপাস রাইডার ০৭. পদের নাম: স্টোরম্যান ০৮. পদের নাম: করণিক (জেনারেল) ০৯. পদের নাম: বাবুর্চি/কুক ১০. পদের নাম: গার্ডেনার ২য় তিতাস গ্যাস চাকরির বিজ্ঞপ্তি 2022 এ উল্লিখিত শূন্যপদ সমূহ০১. পদের নাম: হিসাব সহকারী ০২. পদের নাম: নিরীক্ষা সহকারী ০৩. পদের নাম: ক্যাশিয়ার ৩য় তিতাস গ্যাস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ উল্লিখিত শূন্যপদ সমূহ০১. পদের নাম: হেভী ইকুইপমেন্ট অপারেটর ০২. পদের নাম: টেকনিশিয়ান ০৩. পদের নাম: বিক্রয় সহকারি ০৪. পদের নাম: ইকুইপমেন্ট অপারেটর ০৫. পদের নাম: ইলেকট্রিশিয়ান ০৬. পদের নাম: বেতার চালক ০৭. পদের নাম: সার্ভেয়ার ০৮. পদের নাম: ড্রাফটসম্যান ০৯. পদের নাম: ক্যামেরাম্যান ১০. পদের নাম: উন্নয়নকারী ১১. পদের নাম: চেইনম্যান ১২. পদের নাম: ট্রেসার ১৩. পদের নাম: সাহায্যকারী আবেদন সংক্রান্ত সকল তথ্যtgtdcl.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ আবেদন ফরম পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিচে দেওয়া হলোঃ • আবেদন শুরু: ০৮ মে ২০২২ খ্রি. সকাল ১০ ঘটিকা। • আবেদন শেষ: ০৭ জুন ২০২২ খ্রি. বিকাল ০৫ ঘটিকা।
তিতাস গ্যাস নিয়োগ আবেদনতিতাস গ্যাসে আবেদন করার নিয়ম নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলোঃ
আবেদন ফি জমাদান পদ্ধতিচলুন দেখি কিভাবে আবেদন ফি বাবদ ১০০/- টাকা SMS এ জমা দিবেন। ১ম SMS: TGTDCL <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করুন। ২য় SMS: TGTDCL <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করুন। তিতাস গ্যাস নিয়োগ বিজ্ঞপ্তি 2022 তিতাস গ্যাসের ০৩ টি নিয়োগ বিজ্ঞপ্তি নিচে একসাথে দেওয়া হলো। সাথে একটি ডাউনলোড বাটনও এটাচ করে দেওয়া হয়েছে।
|
0 Comments
Post a Comment